কুমিল্লার মনোহরগঞ্জে ত্রান দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আনিসুর রহমান নামের এক ভূমি কর্মকর্তা। নিহত ব্যাক্তি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামের আলী আকবরের ছেলে। সে চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরিয়াইল ইউনিয়নের সহকারী ভূমিকা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল।
৩০ আগষ্ট ( শুক্রবার) কুমিল্লার মনোহরগন্জের বড়কেশতলা এলাকায় ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে
জেলার লালমাই উপজেলার কাপাসতলা এলাকায় এলে অপরদিক থেকে আসা দ্রুত গতির কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক্টর উল্টে ঘটনাস্থলেই আনিসুরের মৃত্যু হয়।
এসময় আহত হয়েছে আরও ৪জন। শুক্রবার সন্ধ্যায় আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।